Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭ টায়

এবার কোভিড-১৯ এর কারণে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে কোন ঈদের জামাত হবে না

আপডেট : ১৮ জুলাই ২০২১, ১২:৪৪ পিএম

ঈদ-উল-আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮ টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং শেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

রবিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এবার কোভিড-১৯ এর কারণে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদ্গাহ ময়দানে কোন ঈদের জামাত হবেনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এতে ইমাম থাকবেন হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। এতে  ইমাম থাকবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দীন কাসেম। মোকাব্বির হিসেবে থাকবেন মুয়াজ্বিন ক্বারী মো. ইসহাক।

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিউর রহমান খান। মকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহীদুল্লাহ।

এই পাঁচটি জামাতের কোনটিতে ইমাম কোন কারনে অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন গত ১২ জুলাই ধর্ম মন্ত্রণালয়য়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে।

About

Popular Links