Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

রামেক হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যুর মিছিল থামছেই না

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ২০ জুলাই ২০২১, ১১:২৪ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যুর মিছিল যেন থামতেই চাইছে না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।

গতকাল সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, , নাটোরের ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ৩ জন। মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ এবং আট নারী। এদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৪৫৪ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৪৮০ জন। বাকিদের মেঝে ও বারাদ্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৮০ জনের মধ্যে ২৩৮ জনই কোভিড পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। করোনাভাইরাসমুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, সোমবার রাতে দুইটি ল্যাবে রাজশাহীর ৩৯২ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৯৭ শতাংশ, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।


About

Popular Links