Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড : ফরিদপুরে আরও ১৯ জনের মৃত্যু

এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন, উপসর্গ নিয়ে ১০ জন এবং কোভিড পরবর্তী উপসর্এগ নিয়ে একজন মারা গেছেন

আপডেট : ২০ জুলাই ২০২১, ০৪:৫৭ পিএম

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৬ জনে। নিহতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন, উপসর্গ নিয়ে ১০ জন এবং কোভিড পরবর্তী উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

এছাড়া মঙ্গলবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১৯৯ জন। এবং শনাক্তের হার ৪৫ দশমিক ২৯ শতাংশ।

এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, নতুন করে আক্রান্ত ১৯৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১ জন, ভাঙ্গায় ৩ জন, বোয়ালমারীতে ৯ জন, নগরকান্দায় ৭ জন, মধুখালীতে ২০ জন, সদরপুরে ৪ জন, চরভদ্রাসনে ১৯ জন, সালথায় ২ জন এবং ফরিদপুর সদরে ১৩১ জন রয়েছেন।

এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২০ জনের।

এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৩২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন।


About

Popular Links