Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনার হাসপাতালে করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১:২৪ এএম

খুলনার সরকারি-বেসরকারি ৫টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল এবং গাজী মেডিকেল হাসপাতালের ২ জন রয়েছেন। এছাড়া, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ডেডিকেটেড করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। এর মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন একজন জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন একজন।

খুলনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন, তার মধ্যে ২২ জন পুরুষ ও ১৬ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় একজন রোগী মারা গেছে। এখন সেখানে ৫৮জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৮ জন ভর্তি হওয়ার বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

গাজী মেডিকেল হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

   

About

Popular Links

x