Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশে করোনাভাইরাসে এক দিনে ২২৮ জনের মৃত্যু

এ সময়ে শনাক্ত হয়েছেন ১১,২৯১ জন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৫:৩১ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন।  

রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৯৭২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। 

এ সময়ে ঢাকা বিভাগে ৬৯ ,  খুলনায় ৫০, চট্টগ্রামে ৪০, রাজশাহীতে ২১, বরিশালে ৬, সিলেটে ১১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১৫ জন মারা গেছেন।

এদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ১০৩ জন নারী। ১৪ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

About

Popular Links