Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ মৃত্যু

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ১,২৬৩ টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:০৬ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে, যা এ হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (২৬ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

কোভিড শনাক্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ২ জন এবং গাজীপুরের একজন রয়েছেন। এছাড়াও, এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার ও টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের একজন করে রয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন রোগী ভর্তি আছেন৷ হাসপাতালের আইসিইউতে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। 

এদিকে, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১,২৬৩ টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯.২৯%।

   

About

Popular Links

x