Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: রামেকে আরও ১৭ জনের মৃত্যু

এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজন এবং করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:২১ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। 

এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজন এবং করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন। 

রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৫ জুলাই) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে নিহতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ছয়জন নারী।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন মারা গেছেন।

এ মাসের প্রথম ২৬ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৩ জনে। এর আগে জুন মাসে মৃতের সংখ্যা ছিল ৪০৫ জন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী  জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন আরও ৪২ জন। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।

সোমবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

রবিবার (২৫ জুলাই) রাজশাহীর দুইটি ল্যাবে ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে শনাক্তের বর্তমান হার ৩০.৭৮%।

About

Popular Links