Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

জয়: তারেক রহমানকে ফেরত আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা করা উচিৎ

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের পোস্টে তিনি এই মন্তব্য করেছেন

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০২:০৫ পিএম

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমান শাস্তি কার্যকর করা লক্ষ্যে তাকে দেশে ফেরাতে সরকারের ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা করা উচিত। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার জন্য যুক্তরাজ্যকে অনুরোধ করার পরামর্শও দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, “আমাদের সরকারের উচিত এখনই তারেক রহমানের নামে খুন ও সন্ত্রাসবাদের জন্য আবার নতুন করে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা। তাকে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করাও উচিত আমাদের”।

যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কোনো বহিঃসমর্পণ চুক্তি নেই উল্লেখ করে জয় লিখছেন, “জাতিসংঘ সনদ অনুযায়ী অন্য কোনো সদস্য দেশের অনুরোধে শাস্তিপ্রাপ্ত আসামিদের সমর্পণ করতে পারে। যুক্তরাজ্য সম্প্রতি চারজন সন্দেহভাজন আইএস সদস্যকে মৃত্যুদণ্ড হতে পারে জেনেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে”।


প্রসঙ্গত, গত বুধবার, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামও। বর্তমানে তিনি লন্ডনে পলাতক রয়েছেন।

পোষ্টে জয় আরও বলেন, “রাজাকার, যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের শাস্তি দিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, বিচারে লেগেছে ৪২ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হামলায় আমার পরিবারের সদস্যদের হত্যার বিচার পেতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, লেগেছে ৩৪ বছর। আজ ১৪ বছর পরে, আমার মা ও আইভি রহমানসহ আমার আরও অনেক কাছের মানুষদের হত্যার উদ্দেশ্যে চালানো ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার পেতে যাচ্ছি আমরা”।       

উল্লেখ্য, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে আইভি রহমান সহ প্রাণ হারান অনেকে। গতকাল এই মামলার রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর তারেক রহমানসহ অন্যান্য ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার রায়ে।  

   

About

Popular Links

x