Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড পরীক্ষার লাইনে দাঁড়ানো একজনের মৃত্যু

তিনি সপ্তাহ খানেক ধরে জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৩:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো ইকবাল (৪৩) নামে এক ব্যক্তি হঠাৎ জ্ঞান হারানোর পর মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান,  ইকবাল সপ্তাহ খানেক ধরে জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সকালে তাকে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকবাল লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার প্রতীক্ষায় ছিলেন। হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান তিনি। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক সোলায়মান বলেন, “ইকবালের কোভিড উপসর্গ ছিল। সকালে হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ অবস্থায় অচেতন হয়ে ঢলে পড়লে জরুরি বিভাগে আনা হয় তাকে। ইসিজি করলে তার মৃত্যুর খবর আসে।"


About

Popular Links