Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসের টিকা দেওয়ার বয়স ২৫ নির্ধারণ

বৃহস্পতিবার (২৯ জুলাই) টিকা গ্রহণ নিবন্ধন ওয়েবসাইট ও অ্যাপ সুরক্ষা’য় বিষয়টি যুক্ত করা হয়েছে

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৪:০৬ পিএম

করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। ফলে ২৫ বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা কোভিড টিকা পা্বেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) টিকা গ্রহণ নিবন্ধন ওয়েবসাইট ও অ্যাপ “সুরক্ষা”য় বিষয়টি যুক্ত করা হয়েছে।

এর আগে, ৩০ বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন। এছাড়া, সম্মুখসারির কোভিড যোদ্ধাদের পরিবারের ১৮ বছর বয়সী সদস্যরাও টিকা পাবেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ১৯ জুলাই, করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৫ জুলাই কোভিড টিকার বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়।

About

Popular Links