চীনের সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা দেশে আসছে আজ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সোয়া ১০টায় টিকাগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটটি পৌঁছুনোর কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার সাজ্জাদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, “চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের তৃতীয় চালান এটি।”
তিনি আরও বলেন, “তিনটি ফ্লাইটে এ টিকাগুলো এসে পৌঁছুনোর কথা রয়েছে। রাত সোয়া ১০টার পর প্রথম ফ্লাইটটির পর দ্বিতীয় ফ্লাইটটি দিবাগত রাত ১.১৫ মিনিটে এবং তৃতীয় ফ্লাইট শুক্রবার ভোর ৪.১৫ এসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।”
এর আগে দুই চালানে সিনোফার্মের ৪০ লাখ টিকা এসেছে এবং উপহারে হিসেবে এসেছে আরও ১১ লাখ।