Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: খুলনার হাসপাতালে এক দিনে ৮ জনের মৃত্যু

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১১:১৫ এএম

খুলনার সরকারি-বেসরকারি পাঁচটি করোনা ডেডিকেটেড হাসপাতালের তিনটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, সকাল ৮টা পর্যন্ত এখানে ভর্তি রয়েছেন ১২৯ জন। মারা গেছেন ৩ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র জানান, গত ২৪ ঘন্টায় এখানে নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। ছাড়পত্র নিয়েছেন ১১ জন। এ সময়ে কেউ মারা যায়নি। বর্তমানে ভর্তি আছেন ৫৭ জন।

খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় এখানে ৪ জন ভর্তি হয়েছেন এবং ৪ জন ছাড়পত্র নিয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। বর্তমানে এই হাসপাতালে ৪১ জন ভর্তি আছেন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। ছাড়পত্র নিয়েছেন ১৭ জন। মারা গেছেন ৩ জন৷ বর্তমানে এখানে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৮।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় ভর্তি ৭ জন। ছাড়পত্র নিয়েছেন ৮ জন। এ সময়ে কারো মৃত্যু হয়নি। এখানে বর্তমানে ভর্তি রয়েছেন ৩৯ জন রোগী।

About

Popular Links