Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধুর আত্মজীবনীর স্প্যানিশ সংস্করণ উন্মোচন

বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বইটি এখন বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফ্রেঞ্চ, উর্দু, আরবি এবং স্প্যানিশ ভাষাসহ ১০টি ভাষায় পাওয়া যায়।

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৫:৫০ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই ‘অসমাপ্ত আত্মজীবনী’র  স্প্যানিশ সংস্করণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত স্পেনের দূতাবাস কর্তৃক প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যকালে স্প্যানিশ ভাষায় বইটি প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ঢাকায় অবস্থিত স্পেনের দূতাবাসকে ধন্যবাদ জানান। এছাড়া বইটি যারা অনুবাদ এবং সম্পাদনা করেছেন তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন শেখ হাসিনা।

২০১২ সালের ১৮ জুন বইটির মূল বাংলা সংস্করণ ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়। পাশাপাশি এটি ইংরেজিতে `The Unfinished Memoirs’ নামেও প্রকাশিত হয়।

বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বইটি এখন বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফ্রেঞ্চ, উর্দু, আরবি এবং স্প্যানিশ ভাষাসহ ১০টি ভাষায় পাওয়া যায়।

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকার সময় বঙ্গবন্ধু বইটি লিখেছিলেন। তার আত্মজীবনীতে বঙ্গবন্ধু এটি লেখার প্রসঙ্গ বর্ণনা করেন। শেখ মুজিব তার পূর্বপুরুষ, বংশ পরিচয়, জন্ম, শৈশব এবং ছাত্রজীবনে সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততার চিত্র আত্মজীবনীতে বর্ণনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস গিমেনেজ দে আজকারেট।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।


   

About

Popular Links

x