Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত পিরোজপুরের জেলা প্রশাসক

বর্তমানে তিনি জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন, শারীরিক অবস্থা ভালো

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:২২ পিএম

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক নিজেই আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই তিনদিন থেকে হালকা জ্বর ছিল। শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন এতে ফলাফল পজিটিভ আসে। বর্তামানে হোম আইসোলেশনে আছেন। শারীরিক অবস্থা ভালো আছে।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন করোনাভাইরাস প্রতিরোধে দুই ডোজ টিকা নিয়েছেন। শুক্রবার র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেষ্টে করোনাভাইরাস পজিটিভ আসে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকেই জেলা প্রশাসক মানুষের জন্য কাজ করেছে যাচ্ছেন। জেলার সাধারণ মানুষের জন্য কোভিডকালীন স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা, ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজের সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

About

Popular Links