বাংলাদেশ সরকার, ইনসেপটা এবং চীনের সিনোফার্মের সঙ্গে টিকার যৌথ উৎপাদনের দ্রুত চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, "চীন যৌথ উৎপাদনের প্রস্তাব করেছে। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক তারা পাঠিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এটি আছে। তাদের এটি সই করার কথা।"
সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, "এটি দেরি করা ঠিক হবেনা। কারন সই করার পরও মাস দুয়েক সময় লাগবে। যত দ্রুত সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিৎ এটি শেষ করা। এখানে তিনটি প্রতিষ্ঠান সই করবে এবং তারা হচ্ছে শুধু ওষুধ কোম্পানি। বাংলাদেশ সরকার, সিনোফার্মা এবং ওষুধ কোম্পানিটি হচ্ছে ইনসেপটা।"
তিনি বলেন, "সিনোফার্মার ৭০ লাখ টিকা আসছে এবং আরও আসবে। এ বিষয়ে আজ তাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন এ ব্যাপারে আলাপ হয় তখন তিনি বলেছিলেন, যতদুর সম্ভব তাদেরকে যেন আগে জানানো হয়, কারন তাদের ওষুধের চাহিদা অনেক বেশি। আগে না বললে নিশ্চিত যোগান দেওয়া সম্ভব না।"