কুষ্টিয়ায় শহিদুর রহমান নামে এক ঠিকাদারকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। তার বাড়ি জেলার কুমারখালীর শানপুকুরিয়া গ্রামে।
সোমবার (২ আগস্ট) দুপুরে জেলা এলজিইডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তবে এ হামলা বা মারপিটের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
ঠিকাদার শহিদুর রহমানের অভিযোগ, দুপুরে কাজ শেষে বের হয়ে এলজিইডি কার্যালয়ের সামনে এলে হঠাৎ কয়েকজন ব্যক্তি হাতুড়িসহ তাকে ঘিরে ধরে। কোনো কথা না বলেই তারা অতর্কিতে তারা তার দুই হাঁটুতে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। জীবন বাঁচতে তিনি দৌড় দেন।
হাতুড়ির আঘাতে তার হাঁটু থেঁতলে গেছে বলে জানান শহিদুর।
এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মজমপুর এলাকায়। ওই ঠিকাদারের সঙ্গে অনেক ঠিকাদারের টাকা নিয়ে বিরোধ আছে।