Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে মায়ের মৃত্যু খবরে মেয়েরও মৃত্যু

একই দিনে একই পরিবারের দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:১৫ এএম

টাঙ্গাইলের সখিপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়েরও মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিনে একই পরিবারের দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, ওই এলাকার রওশনা আক্তার (৫৫) ও তার মেয়ে আকলিমা আক্তার (৩২)।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মা রওশনা আক্তার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে আকলিমা আক্তার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আকলিমা আক্তার মজিবর রহমানের স্ত্রী এবং তিন ছেলের জননী।

নিহত আকলিমার চাচাতো ভাই আওয়াল তালুকদার বলেন, "আমার চাচি মারা যাওয়ার সংবাদ শুনেই চাচাতো বোন আকলিমা স্ট্রোক করে মারা গেছেন। দুইজনকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।"

   

About

Popular Links

x