Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাওলানা মাসঊদ: আহমদ শফীর সমালোচনাকারীদের ভিন্ন মতলব আছে

‘যখনই আল্লামা শফী স্বাধীনতা পক্ষের শক্তির সঙ্গে বসছেন, কওমি মাদ্রাসার শিক্ষা সনদসহ বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন, তখনই  স্বাধীনতা বিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।'

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ০৫:৫৫ পিএম

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে নিয়ে যারা সমালোচনা করছে, তাদের ভিন্ন কোনও মতলব আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। 

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফী আমাদের মাথার তাজ। তাকে সমালোচনার পাত্র বানানো একটি বড় ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আহমদ শফীকে নিয়ে যারা সমালোচনা করছে, তাদের ভিন্ন কোনও মতলব আছে।’

মাওলানা মাসঊদ আরও বলেন, ‘যখনই আল্লামা শফী স্বাধীনতা পক্ষের শক্তির সঙ্গে বসছেন, কওমি মাদ্রাসার শিক্ষা সনদসহ বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন, তখনই  স্বাধীনতা বিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। আল্লামা শফীর সমালোচনাকারীরা সুষ্ঠু-সুন্দর বাংলাদেশ চায় না। আমরা কওমি মাদ্রাসারা স্বার্থ আদায়ের লক্ষে কাজ করছি। কিছু কিছু দুষ্টচক্র সবসময় ইসলাম, কওমি মাদ্রাসা আর গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। এরা আসলে উন্নত একটি বাংলাদেশ চায় না। এরা একাত্তরেও বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এ দেশের আলেমগণ সবসময় ইসলামের শ্বাশত সৌন্দর্যের কথা তুলে ধরেন। কিন্তু একটা ব্যবসায়ী শ্রেণি সবসময় ইসলামের গায়ে জঙ্গিবাদের আঁচড় লাগিয়ে দিতে তৎপর থাকে।’ 

আহমদ শফীর সমালোচনা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।


   

About

Popular Links

x