Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু ও কোভিডে আক্রান্ত হয়ে বাকৃবি অধ্যাপকের মৃত্যু

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয় তার

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২:১৩ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ জুলাই সন্ধ্যায়  ড. আজহারুল হক একইসঙ্গে কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসের প্রায় ৭৫% ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এরপর গত ২৯ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

বুধবার (৪ আগস্ট) সকাল ৯টায় বাকৃবি ক্যাম্পাসে তার জানাজা সম্পন্ন হয়েছে।

 তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীসহ পুরো কৃষিবিদ পরিবার তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

About

Popular Links