Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারত থেকে আসছে উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি বাংলাদেশ সফরকালে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:০২ পিএম

ভারত সরকারের দেওয়া উপহারের ৩০‌টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছেছে। বেনাপোল স্থল-শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো শিগগিরই ঢাকার উদ্দেশে রওনা হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকামিশন এ তথ্য জা‌নিয়েছে।

চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি বাংলাদেশ সফরকালে করোনাভাইরাস মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে।

ভারতীয় হাইক‌মিশন জানায়, উপহারের বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে বলে আশা করা যাচ্ছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। ।

   

About

Popular Links

x