Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড টিকার জন্য মিনিটে ৫ হাজার নিবন্ধন!

শনিবার দুপুর পর্যন্ত সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন দুই কোটি ১৬ লাখের বেশি মানুষ

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০৫:০৪ পিএম

আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। টিকাগ্রহণে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শনিবার (৭ আগস্ট) দুপুর পর্যন্ত প্রায় দুই কোটি মানুষ ‘‘সুরক্ষা’’ অ্যাপ ও ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেছেন। ধারণা করা হচ্ছে গণ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার ফলেই নিবন্ধনের সংখ্যা বাড়ছে। 

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) এক কর্মকর্তা জানান, শনিবার দুপুর পর্যন্ত সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন দুই কোটি ১৬ লাখের বেশি মানুষ। অর্থাৎ গড়ে প্রতি মিনিটে প্রায় পাঁচ হাজারের মতো মানুষ নিবন্ধন করছে। এর আগে গত ১৪ জুলাই নিবন্ধন এক কোটি ছাড়িয়েছিল। 

এর আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সুরক্ষায় প্রতিদিন ৫০ লাখ পর্যন্ত নিবন্ধন করা সক্ষম। 

বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের টিকাগুলো দেওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশে দুই কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে। যার মধ্যে এক কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ ডোজ টিকা দেওয়া হয়ে গেছে এবং টিকার দুইটি ডোজ পেয়েছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।

About

Popular Links