Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু

মৃত ১৭ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০২:৫২ পিএম

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭০২ জনের শরীরে।

সিলেট স্বাস্থ্য বিভাগ সোমবার (৯  আগস্ট) এক বুলেটিনে জানায়, মৃত ১৭ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৩ জন এবং  সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০৫ জনের মৃত্যু হলো। 

গত ২৪ ঘন্টায় ২,১৩৯ জনের নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে ৭০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই বিভাগে শনাক্তের হার ৩২.৮২%।  এছাড়া, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আরও ১৬৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৯৩ জন। এসময় সুস্থ হয়েছেন ৪৭০ জন।

About

Popular Links