সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে সবাই কাজ শেষ করে বাড়ি গেলে বাজার জনশূন্য হয়ে পড়ে। এমন সময় হঠাৎ বিকট আওয়াজে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এলাকাবাসী একত্রিত হয়ে চিৎকার করে এগিয়ে আসলে দুর্বৃত্তরা চারটি তাজা বোমা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করে।
এদিকে, খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, "পুলিশ পরিদর্শক আনিছুর রহমান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন"।
এ সময় সংসদ সদস্য স ম জগলুল হায়দার এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, "আপনাদের ভয় পাওয়ার কারণ নেই"।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, হরিনগর বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে চারটি তাজা হাত বোমা উদ্ধার করা হয়েছে। হরিনগর বাজারের ভিতরে পূজামণ্ডপ আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।