Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

এক দিনে হাসপাতালে আরও ২১০ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘন্টায় রাজধানীতে ১৮১ জন এবং দেশের অন্যান্য স্থানের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৬:৩৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৮১ জন এবং দেশের অন্যান্য স্থানের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৩১ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৬৩ জন অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬৮ জন।

এর আগে রবিবার ২২৪ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। এছাড়াও গত ৭ আগস্ট ২০৪ জন, ৬ আগস্ট ২১৪ জন, ৫ আগস্ট ২১৮ জন, ৪ আগস্ট ২৩৭ জন, ৩ আগস্ট ২৬৪ জন এবং গত ২ আগস্ট দেশে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

About

Popular Links