Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: রামেক হাসপাতালে বেড়েছে মৃত্যু

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:২৫ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসের উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। এছাড়াও করোনাভাইরাসমুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।  সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ২১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ১ জন এবং নওগাঁ ও পাবনা ৪ জন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও নয়জন নারী।

মৃতদের ভেতর ১০ জনের বয়স ৬১ বছরের ওপরে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ভেতর একজন ১ এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের ভেতর তিনজন রয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৮০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯৭ জনের কোভিড পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাসমুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।

তিনি আরও জানান, সোমবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনাক্তের হার ২৩.১০%, যা আগের দিনের চেয়ে ৪.১৫% কম। রবিবার শনাক্তের হার ছিল ২৭.২৫%।

এছাড়া, শনিবার শনাক্তের হার ছিল ৩৪.৬৩%, শুক্রবার ৩০.২১%, বৃহস্পতিবার ২৩.৮২%, বুধবার ২৩.৮৩% এবং মঙ্গলবার ছিল ২৪.৯৩%।

About

Popular Links