Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

১০ ঘণ্টা গ্যাস থাকবে না মিরপুরে

মেট্রোরেলের কাজের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ পিএম

আগামী সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মিরপুর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। মেট্রোরেলের কাজের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। 

তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তাফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১৪ অক্টোবর) তথ্যটি সম্পর্কে জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, মিরপুরের সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপ লাইনে প্রান্ত ক্যাপ স্থাপন কাজ করা হবে। এজন্য সোমবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘন্টা মিরপুর ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হচ্ছে, মিরপুর, কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মনিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহীমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাষানটেক ও পার্শ্ববর্তী এলাকা।


   

About

Popular Links

x