Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় আবারও একসঙ্গে তরুণকে দুই ডোজ টিকা

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৭:২০ পিএম

খুলনায় আবারও একজনকে একই সময়ে মো. রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ আগস্ট খুলনায় গণটিকার পরীক্ষামূলক কার্যক্রমের  দিন এক বৃদ্ধাকে দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ ওঠে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, “নার্সরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এত এত কার্যক্রমের মাঝে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। ভুল হলে তা শোধরানোর পথও আছে। হাসপাতাল থেকে আমাকে জানায়নি কিছু। খোঁজ নিয়ে দেখছি ঘটনা কী হলো।”

ভুক্তভোগী রোকনুজ্জামান বলেন, “দুপুরে টিকা নিতে হাসপাতালের টিকা কক্ষে ঢুকে চেয়ারে বসি। এ অবস্থায় একজন নার্স এসে হাই প্রেশার আছে কি-না জানতে চেয়ে টিকা দেন। এরপরই আরেকজন নার্স এসে আমার কাছে কিছু না শুনেই আবার টিকা দেন। এক মিনিটের মধ্যেই দুই ডোজ টিকা দেওয়া হয়। এরপর শরীর দুর্বল লাগছে।”

রোকনুজ্জামানের বাড়ি জেলার কয়রা উপজেলায়। বর্তমানে তিনি খুলনা সদরের দক্ষিণ টুটপাড়ায় থাকেন।

   

About

Popular Links

x