Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু

একই সময়ে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৭ জনের শরীরে

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০১:৩০ পিএম

করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৭ জনের শরীরে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ২১ জনের মধ্যে সিলেট জেলাতে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন ৮ জনও রয়েছে। এছাড়া, সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে বিভাগটিতে মোট ৮৬৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জনসহ সিলেট জেলায় মোট ৬৮৬ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৩ জন ও মৌলভীবাজারে ৬৬ জনের মৃত্যু হলো। 

বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,৮৬৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৭ জনের। শনাক্তের হার ৩০.৪৩%। সবমিলিয়ে ৪৭,৫৭৮ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হলো। এছাড়া, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এ বিভাগে আরও ১১৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৬ জনসহ এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৪৬৪ জন। নতুন করে সুস্থ ৫৯২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩৫,১৪৪  জন।

About

Popular Links