Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনা বিভাগে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০২:৪৯ পিএম

খুলনা বিভাগে একদিন পরই বেড়েছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৮৬ জন। গতকাল বুধবার বিভাগে ২০ জনের মৃত্যু এবং ৬৪০ জনের কোভিড শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (১২ আগস্ট) খুলনা  বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় ৯ জন, যশোরে ৮ জন, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ও ঝিনাইদহে ২ জন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে ১২ আগস্ট সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৮ জন। মারা গেছেন ২ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৬০৯ জন।

About

Popular Links