ফেনীর সোনাগাজীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন-এর (৭০) এর মরদেহ। রবিবার সকালে উপজেলার চরছান্দিয়া ইউপির তিন নং ওয়ার্ডের মোহাম্মদপুরের বাড়ীর পাশের পুকুরে জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
শনিবার দুপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয় এবং মডেল থানা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দকে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অবহিত করা হয়।
পারিবারিক সুত্র জানায়, তিনি গত কয়েক বছর যাবত বার্ধক্যজনিত কারনে অসুস্থ্য ছিলেন। তারা ধারণা করছেন, বাজারে যাওয়ার পথে অসাবধানতাবসত পুকুরে পড়ে পানিতে তলিয়ে গিয়েছিলেন তিনি।
বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রুহুল আমিন ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ইপিআরে ল্যান্স নায়ক পদে কর্মরত ছিলেন। পাকহানাদার বাহিনী মুক্তিকামী বাঙালির উপর নিধনযজ্ঞ শুরু করলে, তিনি ৮ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী (বিডিআর) যোগদান করেন এবং ২৭ বছর চাকরি করার পর অবসর গ্রহণ করেন।