Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে এখন থেকে ‘এক রেটে’ ইন্টারনেট

নির্ধারিত এই সেবামূল্য ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৯:৫৬ এএম

অবশেষে নির্ধারণ দেওয়া হলো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ভূগর্ভস্থ ক্যাবল সেবা এনটিটিএনের সেবামূল্য (ট্যারিফ)। অপারেটরগুলো শুরুতে যে সেবামূল্য নিতো সে অনুযায়ী দাম নির্ধারণ করায় প্রায় ৯০% কম দামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) সেবা নিতে পারবে। এই নতুন মূল্য সেপ্টেম্বরের ১ তারিখে কার্যকর হবে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন ট্যারিফ ঘোষণা করে।  

অনুষ্ঠানে জানানো হয়, বিটিআরসি আইআইজির জন্য বিভিন্ন ভলিউমে ১১টি স্ল্যাবে ব্যান্ডউইথের দাম ও এনটিটিএনগুলোর জন্য ট্রান্সমিশন ক্যাপাসিটির ভলিউম অনুযায়ী, ১৫টি স্ল্যাবে সেবামূল্য বেঁধে দেওয়া হয়। বলা হচ্ছে, এটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইআইজি এবং আইএসপিএদের জন্য বেসরকারি এনটিটিএনের ব্যাকহল (ক্যাপাসিটিভিত্তিক) ট্যারিফ এছাড়া আগেই আইএসপির দাম ৩টি স্ল্যাবে (৫ এমবিপিএস ৫০০, ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকা) বেঁধে দেওয়া হয়। 

এর আগেও এই তিনটি প্রতিষ্ঠানের সেবামূল্য ছিল, কিন্তু তা কখনোই সরকারিভাবে নির্ধারণ করা হয়নি। প্রতিষ্ঠানগুলো নিজেরা একটা দাম ঠিক করে তা গ্রাহকের সামনে উপস্থাপন করত।

এই ট্যারিফের উদ্বোধন ঘোষণা করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় তিনি বলেন, ‘‘এই মূল্য নির্ধারণের ফলে  ডিজিটাল বাংলাদেশের আরও এক ধাপ অগ্রগতি হলো। আজকের এই ঘোষণার ফলে সারাদেশে ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট বাস্তবায়ন আরও সহজ হয়ে গেলো। গত ৬ জুন ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট ঘোষণা দেওয়ার পরে তা বাস্তবায়নে সমস্যা হচ্ছিল। এখন এটা আর থাকবে না।’’

তিনি জানান, নির্ধারিত এই সেবামূল্য ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য। তিনি মোবাইল অপারেটরগুলোর জন্যও আইআইজি ও এনটিটিএনের সেবামূল্য বেঁধে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।  

মোবাইল অপারেটরের বিরুদ্ধে কল ড্রপ, নেটওয়ার্ক সমস্যা নিয়ে শত শত অভিযোগ আছে। এসব বিষয়ে সরাসরি অভিযোগ পান বলে তিনি জানান।  

মন্ত্রী বলেন, ‘‘অপারেটরগুলোকে এসব সমস্যা বুঝতে হবে।’’ 

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, এনটিটিএন প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, আইআইজি ফোরামের মহাসচিব আহমদে জুনায়েদ প্রমুখ। 

কমিশনের এসএস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে এনটিটিএন, আইআইজির মূল্যসেবা বেঁধে দেওয়ার বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করেন। এটা চূড়ান্ত করতে তাকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ৫২টি বৈঠক করতে হয়েছে বলে তিনি জানান। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে যে সেবামূল্য ঘোষণা করা হয় তা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য। সরকারি প্রতিষ্ঠানগুলো এই ঘোষণার বাইরে।

About

Popular Links