গাজীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ওই শিক্ষার্থী গাজীপুর মহানগর সদর থানার নান্দুয়াইন (চতুরা নান্দুয়াইন) এলাকার গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়তো।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে ওই শিক্ষার্থীকে তার বাবা-মা বড় বোনের শিশু সন্তান হাবিবুল্লাহকে দেখে রাখতে বললে ওই শিক্ষার্থী মানা করে দেয়। বোনের ছেলের দেখাশোনা করতে পারবে না শুনে রেগে যেয়ে নিহতের মা তাকে দুপুরে খেতে দেবে না বলে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী নিজের ঘরে যেয়ে দরজা ভিতর থেকে আটকে দেয়। দীর্ঘক্ষণ তার সাড়া না পেয়ে বাইরে থেকে উঁকি দিয়ে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মোসাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।