Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

এসআইকে ভিন্ন ধরনের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

প্রথমবার অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলেও দ্বিতীয়বার তাকে  সিনোফার্মের টিকা দেন স্বাস্থ্যকর্মী

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৪:৪৪ পিএম

হবিগঞ্জে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) করোনাভাইরাসের দুই ধরনের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। এজন্য স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার দাশ বলেন, “১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা দিয়েছিল। এরপর অ্যাস্ট্রাজেনেকা টিকার সংকট দেখা দিলে নির্দিষ্ট সময়ে দ্বিতীয় ডোজ নিতে পারিনি। সম্প্রতি এই টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ হওয়ার পর শনিবার টিকা নিতে যাই। সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী জ্যোৎস্না বিশ্বাসকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে বলি কিন্তু তিনি আমাকে সিনোফার্মের ভেরোসেল টিকা দেন। এ ঘটনায় বেশ দুশ্চিন্তায় আছি।”

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, “এক ব্যক্তিকে দুই ধরনের দুই ডোজ টিকা দেওয়ার নির্দেশনা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ঘটনায় খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “দুই ধরনের টিকার দুই ডোজ নেওয়া ব্যক্তির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”

About

Popular Links