Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানের অবস্থা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

তালেবান সরকার গঠন করলে বাংলাদেশ সমর্থন দেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৯:১৬ পিএম

আফগানিস্তানের ক্ষমতা দখলের পথে অগ্রসর হচ্ছে তালেবান। দেশটির পরিস্থিতি এখন থমথমে। এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, সার্কভুক্ত দেশটির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, তালেবানের ক্ষমতা দখল কিংবা কাবুলে ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না।

রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমরা গভীরভাবে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখন চিন্তিত নই, কিন্তু আমরা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছি।”

তালেবান সরকার গঠন করলে বাংলাদেশ সমর্থন দেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এটা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে যায় দেখা যাক।”

তালেবান ক্ষমতা দখল করলে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে কি-না জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় না এটা বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না। তবে কেউ কেউ এর মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করবে। আমরা এ বিষয়ে সতর্ক আছি।”

ভবিষ্যৎ তালেবান সরকারের বিষয়ে তিনি বলেন, “তারা নিজেদের কোনদিকে নিয়ে যায় সেটা দেখতে হবে। ২০ বছর আগে তারা সর্বশেষ দেশটিকে শাসন করেছে। ২০ বছর একটা দীর্ঘ সময়।”

বাংলাদেশি তালেবান সদস্যদের বিষয়ে তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক যাতে এ ঘটনায় সংশ্লিষ্ট না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করবে সরকার।

আফগানিস্তানে থাকা বাংলাদেশিরা

ড. মোমেন বলেন, দেশটিতে ঠিক কত সংখ্যক বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত নয় সরকার।

তিনি আরও বলেন, “আমি সেখানে থাকা বাংলাদেশিদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই। সংখ্যাটা আনুমানিক ৩০০ হতে পারে।”

“বেশিরভাগ বাংলাদেশি নাগরিক সেখানে ব্র্যাকের হয়ে কাজ করেন। কিছুদিন আগে দেশটিতে থাকা অপ্রয়োজনীয় লোকবল ফিরিয়ে আনার জন্য ব্র্যাককে বলা হলে তারা এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে।”

   

About

Popular Links

x