Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ফরিদপুরে কমতে শুরু করেছে মৃত্যু ও সংক্রমণ

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে ও  নতুন করে ৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০২:৩৯ পিএম

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন কোভিড আক্রান্ত ছিলেন এবং ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুসংখ্যা দাঁড়ালো ৪৭৩ জনে।

এদিকে, একই সময়ে গত ২৪ ঘন্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৩০%।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে জেলায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের হার দুটোই কমেছে। গত এক সপ্তাহে শনাক্তের হার ৩০% এর নিচে রয়েছে। সংক্রমণ ও মৃত্যু কম হওয়াটা ফরিদপুরের জন্য ইতিবাচক বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগ। 

গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ফরিদপুরের ৪ জন এবং গোপালগঞ্জ ও রাজবাড়ীর একজন রয়েছেন।

এছাড়া, পিসিআর ল্যাবে শনাক্ত ৭৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৪ জন, চরভদ্রাসনে ও বোয়ালমারীতে ৭, ভাঙ্গায়, সালথায় ও নগরকান্দায় ১, মধুখালীতে ৮, সদরপুরে ১৪ এবং ফরিদপুর সদরে ৩২ জন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, "করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৮৭ জন। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত রোগী ১৩৮ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২২ জন।


About

Popular Links