Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

পুষলেন ‘কুকুর’, হয়ে গেল ইঁদুর!

তবে এমন ঘটনা কিন্তু এই প্রথম নয়। এই চীনেই এর আগেও ঘটেছে এমন হাস্যকর বিষয়। সেখানে এক ব্যক্তি নাকি তিন বছর ধরে কুকুর পোষার পর জানতে পারেন, সেটি আসলে একটি কালো ভাল্লুক।  

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০২:৪৬ পিএম

শিরোনাম চোখ কপালে তোলার মতোই। কুকুর কীভাবে ইঁদুর হয়ে যেতে পারে? না, এমনটি বাস্তবে ঘটেওনি। তবে বোঝার ভুলের কারণে যা ঘটেছে তা নেটিজেনদের হাসির খোরাক হয়েছে। 

ঘটনাটি ঘটেছে চীনে। পরিচয় প্রকাশ না করা এক ব্যক্তির ব্লগ পোস্টের বরাত দিয়ে কাহিনীটি তুলে ধরেছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

ব্লগ পোস্টে ওই ব্যক্তি লেখেন, চীনের একটি গ্রামে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে বাড়ির দরজার কাছে একটি কালো রঙের ছোট কুকুর দেখতে পান। 

ওই ব্যক্তি বলেন, সে সময় অন্ধকার ছিল। তারা ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না। প্রাণিটিকে ওই অবস্থায় দেখে তাদের মায়া হয়। পরে সেটিকে পোষার সিদ্ধান্ত নেন তারা।   

‘কুকুরটিকে’ লালন-পালন শুরুর পর বেশ অবাক হন তারা। কারণ আর ১০টি কুকুরের মতো সেটি না করে ছোটাছুটি, না গজায় সেটির শরীরে পশম। এরপর গত সেপ্টেম্বরে প্রাণিটির ছবি ইন্টারনেটে প্রকাশ করেন ওই ব্যক্তি। তখনই পেয়ে যান তার উত্তর।  

উত্তরে নেটিজেনরা জানান, আদতেই সেটি কোনো কুকুর না। সেটি একটি ইঁদুর। দক্ষিণ চীনে বাসকারী ওই ইঁদুরগুলো বাঁশ খেয়ে জীবনধারণ করে। এরপরই কুকুররূপী ইঁদুর পোষার শখ মেটে ওই ব্যক্তির। 

তবে এমন ঘটনা কিন্তু এই প্রথম নয়। এই চীনেই এর আগেও ঘটেছে এমন হাস্যকর বিষয়। সেখানে এক ব্যক্তি নাকি তিন বছর ধরে কুকুর পোষার পর জানতে পারেন, সেটি আসলে একটি কালো ভাল্লুক।  

About

Popular Links