Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

২ সপ্তাহের ব্যবধানে ভেসে এলো ৫টি মৃত ডলফিন

শুক্রবারও দু‌ইটি মৃত ডলফিন ভেসে আসে সৈকতটিতে

আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৭:১৪ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। এ নিয়ে ২ সপ্তাহের ব্যবধানে ৫টি মৃত ডলফিন ভেসে এসেছে সৈকতটির বিভিন্ন পয়েন্টে। ডলফিনটির গায়ে জাল পেঁচানো ছিল বলে জানা গেছে। এর আগের ডলফিনগুলোর শরীরেও আঘাতের চিহ্ন ছিল।

শনিবার (২১ আগস্ট) দুপুরে সৈকতের ব্লক পয়েন্ট সংলগ্ন এলাকায় ৭ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটি চোখে পড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যের।

স্থানীয় জেলে আশরাফ আলীর বরাতে বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে,  কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে ৬ ঘণ্টার ব্যবধানে একই প্রজাতির তিনটি মৃত ডলফিন ভেসে এলো।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, শ‌নিবার দুপুরের দিকে সৈকতে জোয়ারের সঙ্গে ডল‌ফিন‌টি ভেসে আসে। শুক্রবার সকা‌ল ও বি‌কালের দিকে দু‌ইটি ডলফিন ও সমুদ্রে বিলুপ্তপ্রায় প্রজাতির কাঁকড়া ভেসে আসে। 

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার ওই প্রতিবেদনে জানান, ডলফিন গভীর সমুদ্রের প্রাণী। তাই দিঘা বা তার আশেপাশের সমুদ্রের কিনারায় ডলফিন দেখতে পাওয়া বিরল ঘটনা। অথচ কুয়াকাটা সমুদ্র‌ সৈকত এলাকায় গত কয়েক মাসে একাধিক ডলফিনের দেখা মিলেছে। এর মধ্যে গতকাল শুক্রবার দু‌ইটি মৃত ডলফিন ভেসে আসে।

কুয়াকাটা সৈকতে জোয়ারের সঙ্গে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসে। এদের মুখে রক্ত দেখা যায়। আঘাতের চিহ্নও পাওয়া যায়। তবে সমুদ্রে যেসব জেলে মাছ শিকারে যান তাদের প্রশিক্ষণ  দিলে ডলফিনের মৃত্যু কমে আসতে পারে বলেও জানান তিনি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ডলফিনগুলোর মৃত্যুর কারণ ঠিক বলা যাচ্ছে না। এ ধরনের ডলফিন মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় মৃত্যু হয়। মৃত্যুর পর জোয়ারের পানিতে তীরে চলে আসে। ডলফিন দুটির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কাঁকড়াটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট একটি গঙ্গা নদীর ডলফিন এবং তার একদিন পরে ৯ আগস্ট দুইটি ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল।

About

Popular Links