ভারত ও বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে চুক্তি না হওয়ায়, আপাতত দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট পুনরায় শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেবিচক।
নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন শীর্ষ কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখনও ডিজিজিএ’র কাছ থেকে চিঠির কোনো উত্তর না পাওয়ায় কবে থেকে দুই দেশের ফ্লাইট চালু হবে তা অনিশ্চিত।
প্রসঙ্গত, আগামী ২৬ আগস্ট ও ২৭ আগস্ট থেকে স্পাইসজেট এবং ইন্ডিগোর ফ্লাইট চালুর কথা ছিল। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়।