Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাগরে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ভেসে যায় সে

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১০:০৯ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. ইরফান (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। 

শনিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ভেসে যায় সে। নিখোঁজ স্কুলছাত্র ইরফান কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে।

নিখোঁজ ইরফানের ভাবি তানজিলা আক্তার জানান, শনিবার বিকেল তিনটার দিকে সমুদ্র সৈকতে গোসলের উদ্দেশ্যে বের হয় ইরফান ও তার বন্ধু ওয়াহিদুল। বিকেল সাড়ে ৫ টার দিকে পানির তোড়ে ভেসে যায় তারা। পরে ওয়াহিদুল ইসলামকে (১৬) উদ্ধার করা গেলেও মোহাম্মদ ইরফানকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

উদ্ধার হওয়া ওয়াহিদুল ইসলাম (১৬) একই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তারা দুইজনই কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী। ওয়াহিদুলকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয় প্রশাসন একজনকে উদ্ধার করে। অপরজনকে উদ্ধারে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা এখনও কাজ করছে। এখনx পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

About

Popular Links