Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে চার ভারতীয় জেলে আটক

সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:২৭ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর থেকে চার ভারতীয় জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরা জাল ও ট্রলার।

শনিবার (২১ আগস্ট) রাতে তাদেরকে আটকের পর রবিবার সকাল ১০টায় সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিকাশ মন্ডল, শিকদার কৃষ্ণ (৪৫), অলোক সরদার (৩৮) এবং গুরুদাস সরদার (৪৪)। 

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে নানান কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করে যাচ্ছে।



   

About

Popular Links

x