Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

৫০ ফুট উঁচু গাছে উঠলেন নারী, নামাল ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই নারীকে নামিয়ে আনে

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১০:১৫ পিএম

ঢাকার সাভার উপজেলায় একটি বট গাছে উঠে আর নামতে পারছিলেন না আমেনা বেগম (৫০) নামে এক নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধার প্রক্রিয়ায় লেগে যায় প্রায় দুই ঘণ্টা।

রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমের একটি বট গাছ থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ওই গাছে ওঠেন আমেনা বেগম। তিনি বট গাছটি বেয়ে প্রায় ৫০ ফুট উঁচুতে উঠেছিলেন।

স্থানীয়রা জানান, আমেনা বেগম মানসিক ভারসাম্যহীন। তিনি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার কাশিচরণ গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বিকেলের দিকে বট গাছটিতে ওঠেন ওই নারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে ৫০ ফুট উচ্চতা থেকে নামানো সম্ভব হয়।

About

Popular Links