Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

৬ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

রাজধানী ৫ টি ও গাজীপুরের ১ টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৪:১৫ পিএম

দেশে বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে পারে বলেও আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এ অবস্থায় রাজধানীর ৫ টি সহ মোট ৬ টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২৩ আগস্ট) অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

হাসপাতালগুলো হলো : ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল,  আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন আট হাজার ৭৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয় হাজার ৭৮৭ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। 

দেশে গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট) নতুন করে ২৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

About

Popular Links