Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে দেশে এক দিনে ১১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ হাজার ৭১৭ জনের দেহে

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৫:১৫ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১১৭ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ হাজার ৭১৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে। 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৩১৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০, চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১০, খুলনায় ১১, বরিশালে ১, সিলেটে ১৩, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

এদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৬৪ জন নারী।  বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

   

About

Popular Links

x