Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাবি ও হল খোলা নিয়ে গুজব!

আজ সন্ধ্যা ৭টায় আমাদের মিটিং রয়েছে। সেখানে হল খোলার বিষয়ে আলোচনা হবে। আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৬:৫০ পিএম

করোনাভাইরাস সংক্রমণে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সম্প্রতি সংক্রমণ কিছুটা কমে আসায় এবং টিকাদান কার্যক্রম অব্যাহত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই সোমবার (২৩ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, মঙ্গলবার (২৪ আগস্ট) প্রভোস্ট কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সে খবর অনুযায়ী মঙ্গলবার (২৪ আগস্ট) অনেকেরই নজর ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। এদিন বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের বরাত দিয়ে বেশ কয়েকজন লিখেছেন, “আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা এবং ১৯ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু।” যা রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি একাডেমিক কাউন্সিলের কোনো সভাও অনুষ্ঠিত হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা রয়েছে সন্ধ্যায়। সেখানে হল খোলার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “এটা করোনাভাইরাস পরিস্থিতি এবং জাতীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আজ প্রভোস্ট কমিটির মিটিং রয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।”

জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, “আজ সন্ধ্যা ৭টায় আমাদের মিটিং রয়েছে। সেখানে হল খোলার বিষয়ে আলোচনা হবে। আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।”

প্রসঙ্গত, গতকাল (২৩ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে ঢাবি উপাচার্য বলেছিলেন, “মঙ্গলবার প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। হলগুলোর প্রভোস্টদের সঙ্গে আলোচনা করতে হবে। হলগুলোর সার্বিক অবস্থা কি তা জানতে হবে। সে আলোকে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা করা হবে।”

About

Popular Links