Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাপের কামড়ে রাতের ঘুমই হলো শেষ ঘুম

নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আশিক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৩:৪৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আশিক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আশিক উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজের ঘরে ঘুমাতে যান আশিক। রাত এগারোটার দিকে ঘুমের মধ্যে তাকে সাপে কামড় দেয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার এসআই কামাল হোসেন।

About

Popular Links