Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

মুন্সিগঞ্জে লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের লস্কর নিহত

গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৬:৪১ পিএম

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের টার্মিনালে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মো. আবু তাহের জাহিদ (৩০) নামে আরেক লঞ্চের লস্কর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে শিমুলিয়া ঘাটের টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহেরের বাড়ি নোয়াখালীর কোপানীগঞ্জ উপজেলায়। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আবু তাহের ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ি থেকে যাত্রী নিয়ে অর্পন নামে একটি লঞ্চ শিমুলিয়াঘাটে নোঙর করার চেষ্টা করছিল। এ সময় “মায়ের দোয়া” নামের লঞ্চটির লস্কর নিহত আবু তাহের ওই লঞ্চটিকে সরিয়ে দিতে গেলে সেটির সামনের অংশ তার বুকে আঘাত করে। এ সময় গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের আরও জানান, চিকিৎসকের সাথে কথা বলে জানা গেছে লঞ্চটির ধাক্কা আবু তাহেরে বুকের অংশে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। লাশের সুরতাহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About

Popular Links