Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশেষ কেন্দ্রে টিকা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

আগামী ১৫ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারে সরকার

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০১:৩৭ পিএম

শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মচারীদের কোভিডের টিকাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টার এবং উপজেলাগুলোতে আলাদা টিকাকেন্দ্র খুলবে সরকার। বিশেষ এই কেন্দ্রগুলোতে এই তিন শ্রেণির মানুষকে টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকার কারণে যারা টিকা নিতে পারেননি, তারাও এই কেন্দ্র থেকে টিকা পাবেন।

এক বিবৃতিতে এ কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রয়োজনে প্রত্যেক জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা করে টিকাকেন্দ্র খোলা হবে। বিষয়টি তদারকি করবে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যেসব শিক্ষার্থীদের এনআইডি আছে কিন্তু রেজিস্ট্রেশন হয়নি আগামী ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাদের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। এছাড়া, এনআইডি নেই কিন্তু ১৮ বছরের বেশি বয়স টিকার জন্য এমন শিক্ষার্থীদের একটি তালিকা পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে।

যেসব শিক্ষার্থী এখনও এনআইডি পায়নি তাদেরকে সহায়তার জন্য নির্বাচন কমিশনকে বলবে মন্ত্রণালয়।

আগামী ১৫ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারে সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটি নির্ভর করছে সব শিক্ষক-শিক্ষার্থীর টিকা পাওয়ার ওপর।

About

Popular Links