Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

একদিনে করোনাভাইরাসে আরও ১১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫২৫ জন

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০৬:০৪ পিএম

গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫২৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ২৯৪টি ও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৭৮টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ১৬ হাজার ২৪৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২.৭৮%। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮৬%।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪০ জন। এছাড়া চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ৪, খুলনায় ১১, বরিশালে ৬, সিলেটে ১০, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৬১ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৭ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ২৪ ঘণ্টায় ৩৮ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের আছেন ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের ৯ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

About

Popular Links