Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজার সৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি

এর আগে এ বছর ৯ ও ১০ এপ্রিল আরও দু’টি মৃত তিমি ভেসে এসেছিল কক্সবাজারে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১২:৩২ পিএম

কক্সবাজারের শামলাপুর সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে বিশাল আকৃতির একটি তিমির মৃতদেহ।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলেদের চোখে পড়ে তিমির মৃতদেহটি। ধারণা করা হচ্ছে, তিমিটি দুই/এক সপ্তাহ  আগে মারা গেছে এবং জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়েছে।

ইউএনবির এক এক প্রতিবেদনে বলা হয় শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বলেন, জেলেরা মৃত তিমিটি দেখার পর আমাকে জানায়। মৎস্য কর্মকর্তারা আসলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে সেভ দ্য নেচার অব বাংলাদেশের টেকনাফ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার বিকালের দিকে জোয়ারের পানিতে ভেসে এসেছে তিমিটি। কিন্তু যে জায়গায় তিমিটি আটকা পড়েছিল সেখানে মানুষের চলাচল কম থাকায় সন্ধ্যায় জেলেরা আসার আগে কারও নজরে পড়েনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিমিটি ২৩ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে এ  বছরের ৯ এবং ১০ এপ্রিলে কক্সবাজার সমুদ্র সৈকতে আরও দু’টি মৃত তিমি ভেসে এসেছিল।

   

About

Popular Links

x