লব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রলারের ধাক্কার নৌকাডুবির ঘটনায় শনিবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এদের মধ্যে ১৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে এখনও নিখোঁজ আছে প্রায় ৫০ জন যাত্রী।
এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
আটককৃতরা হল-- বালুবাহী ট্রলারের চালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামের জামির মিয়া এবং তার দুই সহযোগী খোকন মিয়া ও রাসেল মিয়া।
তিনি জানান, শুক্রবার (২৭ আগস্ট) দুর্ঘটনাস্থলের পাশের ইউনিয়ন চরইসলামপুর থেকে স্থানীয়রা ওই তিন জনকে আটক করে বিজয়নগর থানায় সোপর্দ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “উদ্ধার কাজ মধ্যরায়ে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ থেকে আসা বিআইডব্লিউটিএ'র ডুবুরি দল।”
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা জানান, শনিবার সকাল থেকে চম্পকনগর নৌ-ঘাট থেকে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।